Books

About Us

Learn About Our Author.

Author
Noor Mohammad Sheikh

নুর মোহাম্মাদ শেখ

লেখক নুর মোহাম্মাদ শেখ বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ থানার অন্তর্গত খালকুলিয়া গ্রামে ইং ১৯৪৭ সনে জন্মগ্রহণ করেন। পিতা: মরহুম ক্বারী আবদুল গণি সাহেব এবং মাতা:সাহেবানী জহোরা খাতুন। তিনি মাদ্রাসা, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে লেখাপড়ার জীবনে অধিকাংশ ক্লাশে প্রথম স্থান অধিকার করেন। তিনি শর্ষিণা আলীয়া মাদ্রাসা হতে ১৯৬৯ইং সালে এম.এম.(হাদীস) প্রথম বিভাগে পাশ করেন। এরপর বরিশাল বি.এম. কলেজ হতে বি.এ. (অনার্স)এ ১৩তম স্থান এবং এম.এ. ডিগ্রীতে তৃতীয় স্থান লাভ করেন। ২০০৩ সালে সরকারী চাকুরী থেকে অবসর গ্রহণ করে বর্তমানে দেশের স্বনামধন্য রিয়েল এষ্টেট কোম্পানী দি স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারস লিঃ এ কর্মরত আছেন। চাকুরীর দায়িত্ব পালনের পাশাপাশি মসজিদের খেদমত, রেডিও বাংলাদেশ (বাংলাদেশ বেতার) এ ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণ, ইসলামিক ফাউন্ডেশনে বিভিন্ন প্রোগ্রাম এবং আবুজর গিফারী কলেজেও (ঢাকা) কিছুদিন অধ্যাপনা রত ছিলেন।

লেখকের তৃতীয় শ্রেণী হতে মুনাজাত ছিল “আল্লাহ্ আমাকে ফুরফুরা মিলিয়ে দিও”। আল্লাহ্ মেহেরবান, এ মুনাজাত কবুল করেছেন। ফুরফুরা শরীফের কুতুবুল আকতাব মোজাদ্দেদে জামান হযরত আবু বকর সিদ্দিকী (রহঃ) এর খলিফা বাগেরহাট জেলার আমতলীর হযরত মাওলানা শাহ্সূফী আবদুল লতিফ সাহেব (রহঃ) ১৯৬৫ সালে নিজেই অধীর আগ্রহে বলেন “আমি চাই তুমি আমার কাছে বয়াত হও”। তিনি পীর সাহেব কেবলার এ আদেশ পালন করেন। হুজুর হাতে হাত ধরে বয়াত করান। কিন্তু লেখা-পড়ায় ব্যস্ত থাকার কারণে তাঁর নিকট থেকে সে রকম ছবক আদায়ের সুযোগ পান নাই। ১৯৭০ ইং সনে হযরত পীর সাহেব জানড়বাতবাসী হন।

পীরহারা ইয়াতীম হয়ে লেখক পাগলের মত হক্কানী পীরের সন্ধান করতে থাকেন। মহান আল্লাহ্র অশেষ মেহেরবানী সন্ধান পেলেন কুতুবুল এরশাদ, কুতুবুল আলম, মোজাদ্দেদে জামান, মুহাম্মদীয়া তরীকার ইমাম হযরত মৌলভী সূফী হাবিবুর রহমান (রাঃ)’র। প্রথমে তাঁর সাথে স্বপ্নে দেখা হয়। পরে ১৯৭০ সালের ২৪শে ডিসেম্বর ভোলায় দারুল হাবিব খানকা শরীফে বয়াত হন। হযরত মুর্শিদ কেবলার নেক নজর ও তাওয়াজ্জোহ্র বরকতে চিশ্তীয়া, ক্বাদরিয়া, নক্শবন্দীয়া, মুজাদ্দেদীয়া ও মুহাম্মদীয়া তরীকার ছবক শেষ করেন এবং কুরআন শরীফের ১১৪ সূরার ছবক আদায় করেন।

হযরত কুতুবুল এরশাদ (রাঃ) ১৩/০৪/১৯৭৪ ইং সনে তাকে লিখিত খিলাফত দান করেন এবং ০৩/০৭/২০১০ ইং তারিখে স্বপ্নে দেখা দিয়ে বুকের সঙ্গে বুক মিলিয়ে চেহারার সাথে চেহারা মিলিয়ে অনেক্ষন তাওয়াজ্জোহ্ দান করে বলেন “ইহাই হাকিকী খেলাফত”। তার মনে আল্লাহ উদয় করিয়ে দেন ইহাই “বাতেনী খেলাফত”। আমতলীর মরহুম হযরত পীর সাহেব কেবলা (রঃ) ইন্তেকালের পরে তাকে স্বপ্ন যোগে ০৬/০৭/১৯৭৪ইং তারিখে খেলাফত দান করেন। উল্লেখ্য যে, হযরত কুতুবুল এরশাদ (রাঃ) হতে খেলাফত প্রাপ্তির পর আমতলীর মরহুম পীর সাহেব কেবলা (রঃ) স্বপ্নে দেখা দিয়ে বলে্ন “আমিও তোমাকে খেলাফত দিলাম।” হযরত কুতুবুল এরশাদের তিরোধানের পর গদ্দিনশীন পীর সাহেব কেবলা কুতুবুল এরশাদ হযরত মৌলভী সূফী অদুদুর রহমান (মাঃ আঃ) এর খেদমতেও বয়াত হন। তাঁর দোয়া ও নজরের বরকতে অদ্যাবধি সাধ্যমত সেল্সেলার খেদমত আনজাম দিয়ে আসছেন।

লেখকের নিজ গ্রাম- খালকুলিয়ায় (বাগেরহাটে) মরহুম কুতুবুল এরশাদ (রাঃ) এর নির্দেশে ও শুভাগমনে ১৯৭১ সাল হতে জিকির হালকা, মাসিক প্রোগ্রাম, বাৎসরিক মাহফিল অনুষ্ঠিত হয়ে আসছে। কুতুবুল এরশাদের রুহানী নজর, গদ্দিনশীন পীর সাহেব কেবলার প্রচেষ্টা এবং তার পীর ভাইদের সার্বিক যত্নে প্রতিষ্ঠিত হয়েছে বাগেরহাটে “দারুল হাবিব খানকা শরীফ”। তার মুনাজাত “মুর্শিদদ্বয়ের খাছ দোয়ার বরকতে কেয়ামত পর্যন্ত আল্লাহ্ এই খানকা শরীফ কায়েম রাখুন”। আমিন। তার স্ত্রী রওশন আরা আঁখি, চার মেয়ে- আছমা, ছালমা, হাফছা ও সাইয়্যেদা, দুই ছেলে- এ.কে.এম. আবদুল্লাহ্ ও এ.বি.এম. সিদ্দীকুল্লাহ্ এবং পুত্র বধু হোসনে আরা বিথী, দুই জামাতা মাওলানা মোঃ আবদুল কবীর ও আবু হেনা মোঃ কামরুল ইসলাম, পাঁচ নাতী-নাতনী আবদুর রহমান, রহমাহ্, নেয়ামাহ্, নেহলাহ্, জাহরাহ্, বন্ধু-বান্ধব, পীর ভাই-বোন এবং সকলের মুরব্বি ও বংশধরদের জন্য দোয়া প্রার্থী। তিনি দোয়ার আবেদন করেছেন, যেন ঈমানের সাথে ভবনদী পার হয়ে পরম বন্ধু আল্লাহ্র কাছে পৌঁছতে পারেন। আমীন!

বিশেষ দ্রষ্টব্যঃ লেখকের ওছিয়তঃ “আমার সন্তান-সন্ততী ও ভবিষ্যৎ বংশধরগণকে আমার লিখিত কিতাবপত্র পরপর প্রকাশ, প্রচার ও প্রসারে যতড়ববান হয়ে আমাদের, আমাদের মুরব্বিয়ান, বংশধর ও পীর ভাই-বোনদের জন্য ছদকায়ে জারিয়ার পথ উন্মুক্ত রাখার ওছিয়ত করছি।”

বিনীত

প্রকাশিকা

Get in Touch

Contact Details

  • info@nmohammad.com
  • নুর মঞ্জিল
    খানকা শরীফ রোড, হাবিব নগর কদমতলী
    ঢাকা-১৩৬২